পাবনার ভাঙ্গুড়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন।
এরপর উপজেলা ভূমি অফিস ও পৌরসভার পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানা পুলিশের পক্ষ থেকে ওসি মো: শফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র পক্ষ থেকে পৌর বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা জামায়তের পক্ষ থেকে ভাঙ্গুড়া উপজেলা জামায়তে ইসলামের সাবেক আমির ও জেলা জামায়তে তারবিয়াত বিভাগের সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগার, ভাঙ্গুড়া প্রেসক্লাব এর পক্ষ থেকে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো: রায়হান আলী ও সাধারণ সম্পাদক মো: ময়নুল হক নেতৃত্ব দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীবন্দ ও সাংবাদিক বন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল ভাষা শহীদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে দিনব্যাপী সহকারী কমিশনার(ভূমি) তাসমিয়া আক্তার রোজির পরিকল্পনা, প্রত্যক্ষ সহযোগিতা ও দিক নির্দেশনায় শহীদ মিনার চত্বর দৃষ্টিনন্দন আলপনার কাজ শেষ হয়।
প্রসঙ্গত, ১৭ বছর পর এই প্রথম উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। এই কয়েক বছর ভাঙ্গুড়া বাস স্টান্ডের পাশে আওয়ামী লীগের আস্তানা হিসেবে পরিচিত এলাকায় সংকুচিত স্থানে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধ্য করা হয় জনতাকে।