ইশারত আলী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী সারাদিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসারত আলী।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী (ভুমি) সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার।
খেলায় ধারা বর্ণনায় ছিলেন সিনিয়র রাকাতুল্লাহ, মাহতাব উদ্দিন আব্দুল হাই প্রমুখ ।
উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: আনেছা খাতুন, হায়াতে জান্নাত, আতাউর রহমান, কোবাদ আলী, আবেদা খাতুন,
খালেদ সাইফুল্লাহ, মাহফুজা খাতুন, আব্দুল হাই, রাসেল ইসলাম, মাহতাব উদ্দিন, সহকারী শিক্ষক রঞ্জু আহমেদ সহ ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।