পাবনার ফরিদপুরে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের পানি নিয়ন্ত্রক বাধের কোল ঘেষে মাটি কাটার অপরাধে ২ জনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নে বেড়হাউলিয়া গ্রামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিল এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূমি অপরাধ প্রতিকার আইন২০২৩ ধারায় রবিউল করিম নামের জনকে ১০ হাজার টাকা এবং আসাদুল ইসলাম নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মুসলিকা নিয়ে ছেড়ে দেন। এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ফরিদপুর থানার ওসি হাসনাত জামান ও সঙ্গীও ফোর্স।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন, সকাল ১১ টার দিকে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে মাটি ব্যবসায়ীরা দৌড়িয়ে পালিয়ে যান ঘটনাস্থলে একজন স্কেভেটর (ভেকু) মালিক ও একজন ড্রাম টাক চালককে আটক করে সর্বমোট তাদের কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।