পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে মিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
ক্রীড়া অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি)সানজিদা মুস্তারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি।
দেবোত্তর কবি বন্দে মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা প্রোগ্রামার (ব্যানবেইস) দেবব্র্র্ত চক্রবর্তী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আছিম উদ্দিন,
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, ইসারত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমান, কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
সারাদিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আকর্ষণীয় লটারি খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে অতিথি বিন্দু পুরস্কার তুলে দেন।
ধারা বর্ণনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইয়াসিন, সহকারী শিক্ষক শামীমা বিশ্বাস দেবব্রত পাল প্রমুখ।