রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুরে অধ্যক্ষের দায়িত্ব পালনে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ

পাবনার ফরিদপুরে ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালনের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়েছে বলে এমন অভিযোগ করেছে অত্র কলেজের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক।

গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখে পাবনা জেলা প্রশাসক বরাবর এমন একটি অভিযোগপত্র দাখিল করেছে অত্র কলেজের দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক নাজমুন নাহার।

তার অভিযোগপত্রে বলা হয়েছে ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তুরাব আলীর অবসরে যাবার পর সিনিয়র ভিত্তিতে প্রথমে সরকারি অধ্যাপক নাজমুন নাহার ও পরবর্তীতে অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক সাদরুল আমিন খান দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে হঠাৎ করে ৬ জন সহকারি অধ্যাপক সহ মোট ৭ জন জ্যেষ্ঠ সহকারি অধ্যাপককে বাদ দিয়ে বাংলা বিষয়ের প্রভাষক আব্দুল মজিদকে অধ্যক্ষ ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যা বেসরকারি চাকরি নীতিমালা বিধি বহির্ভূত। এ নিয়ে জ্যৈষ্ঠ সহকারি অধ্যাপকদের মধ্যে চরম অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম জানান, সকল নিয়ম ও সবার সম্মতিক্রমে আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। ফরিদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) বলেন এ বিষয় নিয়ে কেউ আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। তবে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর