পৃথক পৃথক অভিযানে পাবনার চাটমোহরের তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। ঢাকা ও চাটমোহরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই অভিযান পরিচালনা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে মোহাম্মদপুরের তার অফিস থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল। তাকে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে গুলি বর্ষনসহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
অপরদিকে একই অভিযোগে পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল আলিমকে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে আটক করে র্যাবের একটি দল।
এদিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হককে তার নিজ বাসা থেকে আটক করে পাবনা ডিবি পুলিশের একটি দল। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে চাটমোহর থানায় সোপর্দ করা হয় তাকে। ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।