বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

ই-পেপার

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টুসহ তিন বিএনপি নেতাকর্মী কারামুক্তি পেলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জেলা কারাগার থেকে এ সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া হয়। জেল গেটে নেতাকর্মীদের পতচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময় মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তি প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু।

বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলার থেকে রক্ষা পেয়েছি। সঠিক ন্যায়ের পথে দলকে আরো সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বান ও জানান বক্তারা।

পরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদী গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর