রবিবার (৯ ফেব্রোয়ারী) সকালে ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাবনার সাঁথিয়া রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়।
ট্রেনের ষ্টাফসহ যাত্রীরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পরে। রেললাইনের থেকে একটু দুরের গ্রামের মানুষ গুলো তাদের দুপুরের খাবার নিজে না খেয়ে তুলে দিলেন বিকল ট্রেনের অসহায় যাত্রীর মুখে।
এলাকাবাসী সবাই যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ভাত-ডাল, কারো হাতে খিচুরি, কারো হাতে রুটি-সবজি, কারো হাতে পানি নিয়ে বিনা মুল্যে টেনের সকল যাত্রীদের খাবার খাওয়ালেন। আবার যুবসমাজের অনেকেই খাবার রান্না করার জন্য পস্ততী নিচ্ছিল।
এবিষয়ে যাত্রী আরিফুল ইসলাম বলেন, পাবনাবাসী আজকে ঢালারচর ট্রেনের সকলের জন্য যা করলেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। পাবনার লোকজন দেখিয়ে দিলেন তারা কতটা উদার মনের মানুষ। নিজে চোখে দেখলাম যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিলো ভাত-ডাল, কারো হাতে খিচুরি, কারো হাতে রুটি-সবজি। অথচ তাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে মনে হয়েছে দিন এনে দিন খায়।
৬৫ বছরের আবু বক্কর নামের এক বৃদ্ধা বলেন এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, আজ স্বচক্ষে পাবনার মানুষের আত্বিয়তা দেখে মুগ্ধ হলাম।