গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি ও বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ। গত (৭ফেব্রুয়ারি ) শুক্রবার বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করায় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফয়সাল হোসেন সরদার এবং সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এবং নবনিযুক্ত বাংলাদেশ সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আরিফ প্রতিশ্রতি ব্যক্ত করে বলেন, সংগঠনের যে কোন প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিক ভাবে কাজ করে যাবো বলে জানান তিনি।