বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় ছাত্রকে গুলিকরে হত্য করা সাঈদের বাড়ি অগ্নিসংযোগ ও ভাঙচুর

বিশেষ প্রতিনিধি পাবনা:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ

গত ৪ আগস্ট ছাত্র আন্দলনে পাবনা শহরে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি করে ৩ জন ছাত্র কে হত্য করা পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এর শহরের বাড়ি অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পোঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ছাত্র-জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।

এর আগে সকালে সাঈদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়।

তবে এ ব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে ইচ্চাছুক নয়। তবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, আমরা এ রকম ভাঙচুরের কোনো অভিযোগ পায়নি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর