বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

ই-পেপার

মেডিকেল ভর্তির চান্স পাওয়ায় মিমকে আর্থিক সহায়তা 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

এবছর মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত পাবনার আটঘরিয়ার বেরুয়ান গ্রামের উত্তর পাড়ার মৃত আইয়ুব আলীর নাতনি মিম আক্তার কে ২৫,০০০/- টাকা আর্থিক সহায়তা করল আটঘরিয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদ, পাবনা।
এ সময় উপস্থিত ছিলেন পেশাজীবী কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও সরকারি মহিলা কলেজ পাবনা এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ আহসান হাবীব, সংগঠনের কোষাধ্যক্ষ ও  সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আশরাফ আলী,
যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন খান,  সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান ইমাম বুলবুল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শফিউল্লাহ ও সদস্য আবু রাশেদ।
উল্লেখ্য, উক্ত ২৫,০০০/- টাকার মধ্যে উক্ত সংগঠন এর সদস্য মাজপাড়া মন্ডলপাড়ার লন্ডন প্রবাসী আঃ কাদের মাখন ১৫০০০/- টাকা দিয়ে সহযোগিতা করেছেন।
অনুদানটি প্রদানের পূর্বে সংগঠনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ মহোদয় মিমের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।
এসময় সবাই মেডিকেলে চান্স পাওয়া মিমের জন্য দোয়া করেন যেন সে একজন সত্যিকারের মানুষ হতে পারে এবং একজন মানবিক ডাক্তার হয়ে গরীব দুঃখী রোগীদের সেবা করতে পারে।
এসময় মিম জানান, আমি সুনামগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও  পাবনা সরকারি মহিলা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে।
মিম বেরুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর