রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহর ব্যবসায়ী সমিতির ২২ ফেব্রুয়ারি নির্বাচন, কমিশনারদের সাংবাদিক সম্মেলন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ

পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে মোট ১২টি পদে সমিতির এক হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সমিতির নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্, সদস্য আব্দুর রাজ্জাক মণ্ডল, সাইফুল ইসলাম, রনি রায়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, গত ৩০ জানুয়ারি চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসলি ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অনন্তে ২২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এবারের ব্যবসায়ী সমিতির নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, কার্যকরী সদস্য ও সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শাহীন রহমান, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু প্রমুখ।

অন্যান্যের মধ্যে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, সাংবাদিক বিপ্লব আচার্য, আজকালের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ইকতেখার আহমেদ টুটুল, দপ্তর সম্পাদক আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি শিমুল বিশ্বাস, সিএনআই ও স্বত:কণ্ঠ প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সোনা, দর্পণ টিভির পরিচালক রফিক ইসলাম, দৈনিক জয়সাগর প্রতিনিধি আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর