বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে উপজেলা সদর (নতুন বাজার) নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ, পুরাতন বাসট্যান্ড হয়ে নতুন বাজার কলেজ গেইটের সামনে এসে র‌্যালীটি শেষ হয়। পরে নান্দাইল প্রেসক্লাবের সামনে ঐতিহ্য সম্বলিত লাঠিবাড়ি খেলার মাধ্যমে ১ম পর্যায়ের অনুষ্ঠান সমাপ্ত হয়। বিকালে নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, সাফায়েত আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের   সাংবাদিক সদস্য ও আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে মাওলানা হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সম্ভলিত কেক কাটা রাত ৯টা পর্যন্ত অতিথিদের আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর