যশোরের অভয়নগরে সাকিবুল হাসান(১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার ৭ জানুয়ারী দুপুরে স্কুল থেকে ফিরে এসে বাড়ির পাশে খেলা করতে গেলে নিখোঁজের এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শিশু সাকিবুল স্কুলে ক্লাস করার জন্য যায়, স্কুল থেকে বাড়ি এসে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা খেলা করতে যায়। তারপর থেকে তাকে কোথাও খোঁজ করে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ সাকিবুল উপজেলার ধোপাদী গ্রামের মোঃ রানা বিশ্বাসের ছেলে। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে আরো জানা গেছে স্কুলছাত্রের পিতা রানা বিশ্বাস একজন প্রবাসী সে মালেশিয়াতে আছেন। এব্যাপারে নিখোঁজ স্কুলছাত্রের মা আকলিমা বেগম বলেন, আমার ছেলে মঙ্গলবার স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। আমরা সবস্থানে খোঁজ করেও তাকে কোথাও পায়নি। আমার সন্তানের জন্য আমি আতংকিত হয়ে পড়েছি। কোন স্ব-হৃদয় ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান দিতে পারে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং কেউ যদি আমার ছেলের সন্ধান পায় তাকে 01968732134 এই নং মোবাইলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম জানান, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।