বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে ঘটনার ৮বছর পরে থানায় ১৫০জনের বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তাহমিনা আক্তার রিপার স্বামী মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়ার উপর বিগত ২২ ডিসেম্বর ২০১৮ইং সনে জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে তার উপর সংঘবদ্ধ হামলা, দোকানের ক্যাশ বাক্স থেকে ২লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই, ২টি মুদির দোকান হইতে ৫ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রীর স্বামী মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়া বাদী হয়ে গতকাল ৪ঠা জানুয়ারি ২০২৫ নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ জুয়েলকে ১নং আসামী করে ১৬জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০জন আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলা নং- ০২, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড দায়ের করা হয়েছে। উক্ত মামলায় গাংগাইল ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন চঞ্চল সহ ৬জনকে শনিবার গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়া জানান, তৎকালীন সময়ে অনেক চেষ্ঠা করেও থানায় মামলা দায়ের করতে পারিনি। দীর্ঘদিন বাংলাদেশ ও ভারতে চিকিৎসা শেষে এখন আমি কিছুটা সুস্থ্য। বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমি আইনের আশ্রয় নিতে পেরেছি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, বাদীর লিখিত অভিযোগ প্রাপ্ত হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর