টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ৯ নং (জয়ভোগ) ওয়ার্ড বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে মামুদনগর ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান।
আলোচানা ও মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার নুসরাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মোহাম্মদ আলী রেজা, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি শরিফুল ইসলাম বাবুল। মত বিনিময় সভায় সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তৃর্ণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় মামুদনগর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।