রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ক্ষুদ্র নি-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ

আটঘরিয়া উপজেলার ক্ষুদ্র নি-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ ডিসেম্বর সকাল এগারোটার সময় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির পাবনা কার্যালয়ে অর্গানাইজ ওয়ার্কশপ উইথ এনজিও, সিভিল সোসাইটি লইয়ার এন্ড জার্নালিস্টদের  অংশ গ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় আয়োজিত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি।
সভাপতিত্ব করেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক কামাল আহমেদ সিদ্দিকী, নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল কাদের মাস্টার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা আসাস এর নির্বাহী পরিচালক মোঃ আবু হানিফ, সুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভিন, কারিগরি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মনোয়ারা পারভিন,
উদ্দীপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, নাজিরপুর মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাদিরা পারভিন , পড়্শীর  নির্বাহী পরিচালক মালা সরকার , বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির প্রতিনিধি  লুৎফর রহমান প্রমুখ ,
নাগরিক সংগঠনের অংশগ্রহণ জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালী করন প্রকল্প বাস্তবায়ন এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর