উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস) বাস্তবায়নে উপকাভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সিরাজগঞ্জের চৌহালীতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুনুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো, হাবিবুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা পার্যালয়ের সহকারী পরিচালক মো, মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা পার্যালয়ের সহকারী পরিচালক মো, রোকনুজ্জামান মন্ডল, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আঃ লতিফ প্রমুখ।
উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস) বাস্তবায়নে উপকাভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠান
পরিচালনায় করেন ফিল্ড সুপারভাইজার আঃ ওহাব মিয়া প্রমুখ।
উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস) বাস্তবায়নে উপকাভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপপরিচালক হাবিবুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা, গনমাধ্যমনকর্মী ও উপকার ভোগীরা।