১২ মে বিকেল ৩ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত নতুনধারা ত্রাণ তহবিল গঠন আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিলীমা চৌধুরী, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ জানান- নতুনধারার ত্রাণ তহবিলে কমপক্ষে ১০০ টাকা ০১৭৯৫৫৬৮১৩৭-এ বিকাশ করে অথবা ব্যাংক একাউন্ট সঞ্চয়ি হিসাব নম্বর- ০১০১১৫৬৬৯৮১৬ নতুনধারা বাংলাদেশ এনডিবি, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকাতে যাকাত-এর অর্থ সহযোগিতা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির গত ২ মাসে ২ সহস্রাধিক কর্মহীন-নিরন্ন পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।