সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌহালীতে বিএনপি’র জনসমাবেশ

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷
 শুক্রবার (২২ নভেম্বর) বিকেল তিনটায় চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহিদ মোল্লা ৷ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী মো. ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বি এন পি’র যুগ্ন-মহাসচিব  শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি ৷
প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, এডভোকেট হামিদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি আরিফ সরকার  বিএসসি, সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা  ৷ এছাড়াও চৌহালী, এনায়েতপুর, বেলকুচি ও নাগরপুর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ষোল বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের কন্ঠ রোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। দেশের সম্পদ লুটপাট মানুষের ভোট চুরি ও ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত পাঁচই আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সফল গণআন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল সহযোগী অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর