রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে দুই জুয়াড়ি গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
গ্রেফতার
গ্রেফতার

নওগাঁর রাণীনগরে জুয়া খেলার সময় দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারইল গ্রামের দাসপুকুর-বেলতলি এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পারইল গ্রামের মৃত সাহাবাজ প্রামানিকের ছেলে মোস্তফা প্রামানিক (৪৮) ও একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে সুকবর আলী (৫২)।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, উপজেলার পারইল গ্রামের দাসপুকুর বেলতলি এলাকায় তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়াড়ি মোস্তফা ও সুকবরকে গ্রেফতার করে। আর কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় জুয়া খেলার প্রায় এক হাজার টাকা ও তাস জব্দ করে পুলিশ। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতার দুইজনকে বুধবার দিন আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর