বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার স্থানীয় কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ সোলায়মান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল বারী, উপজেলা জামায়াতের সাবেক আমির ডক্টর মাওলানা নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মালেক, সহ- সেক্রেটারি এস এম আল আমিন হোসেন , শ্রমিক নেতা মোহাম্মদ আলী প্রমুখ।