রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে নানা আয়োজনে পালিত হলো জাতীয় যুব দিবস 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য ধারন করে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস  উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ মধ্যে দিয়ে দিবসটি  পালন করা হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতু ৷  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর।
এতে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা আনিসুর রহমান , সহকারি যুব উন্নয়ন অফিসার মো. স্বপন মিয়া, চৌহালী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, মেহেদী হাসান, আঃ কালাম, ও আঃ রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভায় ইউএনও শওকত মেহেদী সেতু বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। নিজের  কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। দেশ গড়তে যুবক-যুবাদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখে আত্মনির্ভরশীল হতে পারে । ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে।
 আলোচনা সভা শেষে ৯ জন যুবক যুবতীর মাঝে  আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৯ লাখ টাকার ঋণের চেক ও দুই ধাপে ৬০ জন যুবক যুবতীর  মোমবাতি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ গ্রহনকরী মাঝে  সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর