খাদ্য ভিত্তিক পুষ্টি(কলিত পুষ্টি) বিষয়ক ৩ দিন ব্যাপি মেলা/পুষ্টি ক্যাম্পেইন” উদ্বোধন অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ অক্টোবর সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প (বারটন অংগ) ও
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটন আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নের উক্ত পুষ্টি ক্যাম্পেইন প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, ড. মোঃ ছাদেকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান, বিশেষ অতিথি হিসেবে সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ প্রমুখ। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটন) ড. মোঃ ছাদেকুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণে সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ জন কিশোর কিশোরী অংশ গ্রহণ করেন। আগামীকাল কেএন দাখিল মাদ্রাসার ৬০ জন এবং ৮/১/২৪ তানিখে বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়। প্রশিক্ষণ শেষে প্রতিদিন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আতাউর রহমান, রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীগণ খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি বিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি এসব তথ্য মানুষের মাঝে ছড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।