বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১:২৬ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় চত্বরে অষ্টমনিষা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের উদ্যাগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো: রানা আহমেদ দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা ছাএদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মো: আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারন সম্পাদক মো: ইরাদ সরকার। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্স। ওয়ান ইলেভেনের পর থেকে জিয়া সাইবার ফোর্স বিএনপি’র পক্ষে কাজ করছে। এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমে তিনি সাফল্য কামনা করেন এবং সংগঠনটির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি ও জনকল্যাণ মূলক কাজের প্রসার হবে বলেও জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মো: আছাদ আলী, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক মোজাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি নেতা মো: জমসেদ আলী, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনছার আলী, অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নূর-ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের যুগ্নআহ্বায়ক মো: ফারুক হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: সিহাব উদ্দীন, অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্নআহ্বায়ক মো: আলিফ হোসেন, মো: আবু-বক্কর, মো: মাসুম রানা, মো: নয়ন মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি ও অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: হাসান আলী এবং অষ্টমনিষা ইউনিয়ন ছাএদলের সিনিয়র সহ সভাপতি মো: তানভীর রহমান রনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর