মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ই-পেপার

বেড়ায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
পাবনা
পাবনা

পাবনা বেড়ায় কাগেশ্বরী নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (১অক্টোবর) সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহান (২০) চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব মোল্লার ছেলে।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তার নিজ বাড়ির পাশে নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ঐ দিন বিকেলে বেড়া ফায়ার সার্ভিস’র একটি দল ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরী দলকে খবর দিলে রাতে তারা এসে পৌঁছে। সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের এক ঘন্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।
বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে একদিন পর রাজশাহী ডুবুরী দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর