পাবনার ভাঙ্গুড়া উপজেলা ২৩ সদস্য বিশিষ্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মো: ওমর ফারুক সভাপতি, শাকিল আহমেদ সাধারণ সম্পাদক ও মো: নওশাদ আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: গোলাম রাব্বি। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন মো:সিফাত সায়েম সহ-সভাপতি, আবু জাহান সরকার ফাহিম যুগ্ম সাধারণ সম্পাদক, জিহাদ আহমেদ সহ- সাংগঠনিক সম্পাদক, মো:জাবির আহমেদ অর্থ সম্পাদক, আশরাফুল ইসলাম সহ অর্থ সম্পাদক, নাঈমুর রহমান নাঈম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মকবুল হোসেন দপ্তর সম্পাদক, হাফিজুল ইসলাম সহ দপ্তর সম্পাদক, সাদ রাদিয়ান মির্জা ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, সিয়াম হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আসিফ ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, আলামিন রাসেল সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ কার্যকরী সদস্য হলেন আলহাজ্ব হোসেন, মেজবাহ আহমেদ,পিয়াস, সয়ন আহমেদ, জয় সরকার, আলিফ হোসেন, মায়মুনা আক্তার সাদিয়া, রিপন আলী। এছাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভাংগুড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ভাংগুড়া উপজেলার শিক্ষকমন্ডলী ও সুধিগন।