পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান, আতাইকুলা থানার ওসি অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সাবরক উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
উক্ত আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।