বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, বদলীর সুযোগ, আলাদা পে কমিশন গঠন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে ও শিক্ষা সংস্কার কমিশন গঠন, সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরনসহ বেশ কিছু দাবীতে পাবনার চাটমোহরে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক বৃন্দ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বেসরকারি শিক্ষকদের মাসে ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২৫ শতাংশ উৎসব ভাতাসহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের কথা তুলে ধরে বৈষম্য দূরীকরণ ও চাকুরী জাতীয়করণের জোড় দাবী জানান। এসময় চাটমোহরের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, এম.এ.মাহমুদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এম.এ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বাঙ্গালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরাব আলী, কুয়াবাসী মাদ্রাসার সুপার আব্দুল হাকিম, কাটাখালী মাদ্রাসার সুপার নাসির উদ্দিন, চড়–ইকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসরঞ্জন তলাপাত্র, বরদানগর আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুল ইসলাম, মাওলানা মহসিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান প্রমূখ।
দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রেরণ করেন।