পাবনার ঈশ্বরদীতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনে হামলা চালিয়ে গুলি বর্ষণ মামলায় ঈশ্বরদী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান সহ যুবলীগ কর্মী সজীব শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের আলহাজ্ব মোড় থেকে ইউসুফ প্রধান ও শৈলপাড়া এলাকা থেকে সজীবকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কাউন্সিলর ইউসুফ প্রধান শহরের মধ্য অরণখোলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আর সজীব শেখ শহরের শৈলপাড়া এলাকার মো. আব্দুল মতিন শেখের ছেলে। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল নিজস্ব বাহিনী নিয়ে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে ৪জনকে আহত করে। ভাংচুর, লুটপাট করে। পিটিয়ে আরও ১৫জনকে মারাক্তকভাবে আহত করে। এই ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নজরুল ইসলাম বাদী হয়ে এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২নং আসামী করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় কাউন্সিলর ইউসুফ প্রধান ৭ নং ও সজীব শেখ ১০নং এজাহারে নামীয় আসামী। এই মামলার ২ নং আসামী সাবেক মন্ত্রীপুত্র তমালকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে ঈশ্বরদী আলোবাগ এলাকা থেকে বিদেশী একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম। এই মামলায় সাবেক ভূমিমন্ত্রীর পুত্র যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, কাউন্সিলর ইউসুফ প্রধান ও সাজিব শেখ নামের তিনজনকে গ্রেফতার করেন ।