বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে মব জাস্টিসের বিরুদ্ধে ও পিটিয়ে হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে তোফাজ্জল হোসেন ও শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করে এবং মব জাস্টিস এর বিরুদ্ধে মানব বন্ধন করেছে পাবনার চাটমোহর উপজেলার ছাত্রজনতা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এই মানব বন্ধন।

বক্তারা বলেন, যে রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে তাকে কোন ভাবেই ধুলিস্যাৎ হতে দেওয়া যাবে না। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে যেভাবে পশুর মত পিটিয়ে মেরে ফেলা হলো তা কোনভাবেই সভ্য সমাজে ঘটতে পারে না।

আমরা সকল প্রকার মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বর্তমান সরকারের নিকট এই হত্যাকান্ডের দেশের প্রচলিত আইনে কঠিন ও কঠোরতম শাস্তির দাবি জানাই। ভবিষ্যতেও যেন এরকম ভাবে কোন তোফাজ্জলকে আর প্রাণ দিতে না হয় সে ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপের আহবান জানাই।

ঢাকা বিশ্ববিদ্যায় ও জাহাঙ্গীর নগর বিশ্বিদ্যালয় আমাদের দেশের দুইটি সেরা প্রতিষ্ঠান। এখানেই যদি মব লিঞ্চিং নামক অসভ্য বর্বর নির্যাতনের ঘটনা ঘটে তাহলে মানুষ কোথায় ভরসা পাবে। মানব বন্ধনে ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, ফয়সাল হোসেন, সেজান রহমান, আসাদুজ্জামান লেবু, শেখ জাবের আল শিহাব সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর