মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
প্রায় ১৫ ঘন্টা পর ২০ ফুট উঁচু আম গাছের ডালে অজ্ঞান হয়ে শুয়ে থাকা কিশোরী মাছুমা খাতুন (১৩)কে উদ্ধার করলো স্থানীয়রা। যশোরের অভয়নগর উপজেলার বুনোরামনগর গ্রামের কৃষক আব্দুুর রহিম ফকিরের কন্যা মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়। তাকে বুধবার সকাল নয়টায় বাড়ি থেকে চার কিলোমিটার দূরে নওয়াপাড়ার ভৈরব সেতু সংলগ্ন দেয়াপাড়া গ্রামের আম বাগানের একটি ২০ ফুট উঁচু আমগাছ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। মাছুমার পিতা জানান, তার মেয়ে মাঝে মাঝে অস্বাভাবিক আচারণ করে। তাকে হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা করেছে কিন্তু কোন রোগ পায়নি। ডাক্তার বলেছেন, তাকে ফকির দেখিয়ে চিকিৎসা দিতে।
তার পিতা আরো জানান, যখন সে অস্বাভাবিক আচারণ করে তখন সে বাড়ির বাইরে বেড়াতে যেতে চায়। তার সাথে কোন কথা বললে সে রেগে উঠে।এক বছর আগেও সে এক বার হারিয়ে গিয়েছিলো। অনেক খোঁজার পর তাকে স্থানীয় একটি মাদ্রাসার পরিত্যাক্ত ভবনের পাশ থেকে রাত দুইটার সময় অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। একজন মেয়ে ১৪/১৫ ঘন্টা ধরে বিশ ফুট উঁচু আম গাছের ডালে অজ্ঞান হয়ে নির্বিঘেœ শুয়ে থাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।