আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (২৯ মে)। ১৫ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে জনগণের নিরব ভোট বিপ্লবের মাধ্যমে জনতার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রায়হান রহমতুল্লাহ রিমু।
মাদারগঞ্জে মোট ভোটার ২ লাখ ২৪ হাজার। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৪৭%। রায়হান রহমতুল্লাহ রিমু (কাপ পিরিচ) প্রতিকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ৪১ হাজার ৩২২ নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তিন বারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থী ওবায়দুর রহমান বেলাল (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৫ হাজার ২২৫ ভোট পেয়েছেন।