পাবনার ভাঙ্গুড়া পৌরসভা উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: আজাদ খাঁন নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা থেকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে জমা দেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ভাঙ্গুড়া পৌরসভা উপ-নির্বাচনে বৃহস্পতিবার (৩০ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এ দিনে তিনি মনোনয়নপত্র দাখিলের পর বিকাল ৪ টা পর্যন্ত অন্য কোন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি এমন তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হওয়ার পথে তিনি এক ধাপ এগিয়ে গেলেন আজাদ খাঁন।
জানা যায়, গত ১৭ এপ্রিল মেয়র পদ হতে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: গোলাম হাসনাইন রাসেল পদত্যাগ করায় এই পদটি শুন্য হয়। পরে চলতি মাসের ২১শে মে পাবনা জেলা নির্বাচন অফিস ও ভাঙ্গুড়া পৌরসভা উপ-নির্বাচন রিটার্নিং অফিসার মো: মাহবুবুর রহমানকর্তৃক স্বাক্ষরিত এক পত্রে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) এর অনুযায়ী ভাঙ্গুড়া পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সময়সূচী ধার্য করে একটি প্রজ্ঞাপন জারি করেন। এ প্রজ্ঞাপন উল্লেখ করেন, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ শে মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জুন, মনোয়নপত্র বাছাইয়ে রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩ জুন থেকে ৫জুন, আপিল নিষ্পত্তি ৬ থেকে ৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন ও ভোটগহণ অনুষ্ঠিত হবে ২৬ শে জুন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন অফিসার মো: সাহারুজ্জামান জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপি, জামাত অথবা অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে কোন ব্যক্তিবর্গ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন নি।