ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে নাটোরের গুরুদাসপুরে ত্রিমুখী লড়াইয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আহম্মদ আলী মোল্লা। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৩৫৯। বুধবার ২৯ মে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোছা. সালমা আক্তার।
এছাড়া চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিয়ার রহমান বাঁধন আনারস প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৯০৩ ভোট ও সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৫৯ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা আক্তার মিতা (কলস) নির্বাচিত হয়েছেন।
তথ্যসুত্রে জানা যায়, উপজেলার মোট ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন ভোটারের মধ্যে ৬১ হাজার ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৩ দশমিক ৭৬।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৭২টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী ফলাফল ঘোষণা দিতে বিলম্ব হওয়ায় উপজেলা পরিষদের কন্ট্রোল রুমের পাশে প্রার্থীদের কর্মী সমর্থকরা উত্তেজনার সৃষ্টি করেন। এসময় পুলিশি ধাওয়ায় তাদের ছত্রভঙ্গ করা হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।