রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে ২৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ মে, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় ৭০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ২৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীনগর উপজেলা। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন। আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে রাণীনগর উপজেলায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদে মোট ২১ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও  উম্মে তাবাসসুম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৭০টি ভোট কেন্দ্রে। এসব কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে। অবশ্য ভোট নির্বিঘ্নে করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আসা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর