টাঙ্গাইলের নাগরপুরে এক ঘাতক ট্রাক্ট্রর কেড়ে নিল এক যুবকের প্রাণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিরছা ইট ভাটা এলাকায় এঘটনা ঘটে। সে উপজেলার ভারড়া ইউনিয়নের ভারড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রনি মিয়া (১৭)।
নিহত পরিবার সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার ছিলিমপুর গ্রামের লাল চান নামের এক ব্যক্তির ট্রাক্টরটি নাগরপুর উপজেলার বীর সলিল গ্রামের সাধুর ছেলে মো. শরিফ ভাড়ায় এনে আশিক মিয়া নামের এক ড্রাইভারকে দিয়ে ট্রাক্টরটি চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাটির ব্যবসা করে আসছে। তারই ধারাবাহিকতায় ড্রাইভার আশিক বৃহস্পতিবার ভারড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রনি মিয়াকে হেলপার হিসেবে সঙ্গে নিয়ে শাহ আলম এর মাটির খাদ থেকে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে ভাটায় যায়। সেখানে গাড়িটি ঘোড়াতে গেলে গাড়ীতে থাকা হেলপার রনি গাড়ি থেকে পড়ে চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ছেলে মৃত্যুর খবর শুনে পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, টাক্ট্রর দূর্ঘটনায় রনি নামের এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অপমৃত মামলা হয়েছে। ময়না তদন্তর রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।