মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে গতকাল মঙ্গলবার (২১মে) দৌলতপুর উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
দৌলতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫৪১৯১,পুরুষ ভোট সংখ্যা ৭৭৭৭১,মহিলা ভোটার সংখ্যা ৭৬৪২০,মোট কেন্দ্র ৬১টি, মোট কক্ষ ৪৪৭টি।
দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী লাভ করেছেন মো: শফিকুল ইসলাম. (দোয়াত কলম) ২২৬১০ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দকারী
সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা (কাপ পিরিচ) ১৪৩৪১।
ভাইয়ের চেয়ারম্যান (পুরুষ) শামছুর রহমান (টিউবওয়েল) ২৬২০৫ভোট পেয়ে বিজয়ী হয়েছে।নিকটতম প্রতিদ্বন্দকারী মোঃ সাজ্জাদ হোসেন (তালা) ২২৩৬১।
ভাইস চেয়ারম্যান( মহিলা) ফরিদা ইয়াসমীন ১৯০১৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দকারী মোসাঃ কুলসুম আরা (হাঁস ) ১২২৬৯।
নির্বাচিত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চলনবিলের আলোকে বলেন, মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে আমি এই ঋণশোধ করতে পারব কিনা জানিনা কিন্তু জনগণের সেবার মাধ্যমে ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই।
ভাইয়ের চেয়ারম্যান শামসুর রহমান বলেন, মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ আমি কৃতজ্ঞ আমি ভুলবো না দৌলতপুরবাসীকে।
ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি দৌলতপুরবাসীর জন্য কাজ করে যেতে চাই।