রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে লোড ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে, ২ জন আহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত বাড়ির মধ্যে ঢুকে পড়ায় ২ জন আহত হয়েছে। রবিবার দিবাগত ১৯ মে রাত আনুঃ ৩ টার সময় উপজেলার ভৈরব সেতু সংলগ্ন দেয়াপাড়া ভৈরব সেতুর টানিং মুখে এ দুর্ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, রাত তিনটার সময় সিমেন্ট বোঝাই ট্রাক যার রেজিষ্ট্রেশন নং যশোর ট ১১-১৫৫৬ গাড়ি ভৈরব সেতু পার হয়ে টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাকা ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওই সময় ওই বাড়ির মালিক ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিল। ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রী আহত হন। এসময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত রমজান মোল্লার ছেলে নূর মোহাম্মদ মোল্লা ও তার স্ত্রী মর্জিনা বেগম। আহত দুইজনের ছেলে সাদ্দাম বলেন, আমরা অন্য ঘরে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ রাত তিনটার দিকে বিকট শব্দ শুনে উঠে দেখি আমার মা বাবার ঘরের মধ্যে ট্রাক ঢুকে পড়েছে। দৌড়ে মা বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার মা বাবা যেন সুস্থ শরীরে বাড়ি ফেরে। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি জানান, ঘটনা শুনেছি কিন্তু বিষয়টি জেলা পুলিশের দায়িত্বে, তাদের খবর দেওয়া হয়েছে, তারা এসে আইনগত পদক্ষেপ নিবে। অন্যদিকে ঘটনা স্থানে নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী রবিন অধিকারী ব্যাচা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান ও তাদের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহযোগিতা করা হবে বলে আস্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর