কে,এম আল আমিন :
অবিশ্বাস্য হলেও সত্য যে, সিরাজগন্জের সলঙ্গায় কোরবানী দেয়া ষাঁড়ের মাংশে আল্লাহ লেখা ওঠার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতবাক স্থানীয়রা। শনিবার (১ আগস্ট) জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট গ্রামের দলিল লেখক ও সাংবাদিক আনিছুর রহমানের বাসায় একটি ষাঁড় গরু কোরবানী দেয়ার পর বিকেলে মাংশ রান্না হয়। রান্না করা মাংশ তার ছোট ছেলে আব্দুল্লাহ আল আহাদকে খেতে দিলে মাংশ খেতে অসম্মতি জানায় এবং বলে যে,মাংশের টুকরা দেখতে যেন কেমন লাগছে।
পরে বাড়ির অন্যরা মাংশের টুকরা হাতে নিয়ে দেখে মাংশের উপর অবিকল আল্লাহ লেখা উঠেছে। আর এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়। আশপাশের উৎসুক জনতা ঐ বাড়িতে ভীড় জমায় আল্লাহু লেখা মাংশের টুকরা দেখার জন্য। স্থানীয় আলেম সমাজ বলছেন,সবই আল্লাহর ইচ্ছা।আল্লাহ সব কিছুই পারেন। মানুষকে দ্বীনের পথে, হেদায়েতে আনতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন। তাই আমরা সবাই আল্লাহর পথে চলি এবং আল্লাহকে স্মরণ করি।