মানুষ সৃষ্টির সেরা জীব
আশরাফুল মাখলুকাত,
জেনে শুনে কেন কর
দন্ডবিধির ৩৭৭ ধারা অপরাধ ।
আমি পুরুষ তুমি নারী
এক বিধাতারই দান,
বিকৃত মনোভাব পোষণ করে
হইও না শয়তানের মেহমান ।
শয়তানের প্ররোচনায়
মন যদি বিকৃত কিছু চায়,
সৃষ্টিকর্তার দিকে ধাবিত হলে
পরিত্রান পাওয়া যায় ।
সমকামিতা দন্ডনীয় অপরাধ
বলছে দেশের সংবিধান,
তোমরা কিসের উদ্দেশ্যে !
সোনার বাংলার করছো অসম্মান ।