রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

এমপি শাহীন চাকলাদারের বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

এমপি হিসেবে শপথগ্রহণ শেষে যশোর ফিরেছেন কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গতকাল বিকেলে আকাশ পথে যশোরে ফিরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপী, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলার কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা, শহর আওয়ামী লীগনেতা ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি হাসান রনি, সদস্য আশিকুর রহমান হৃদয়সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

নির্বাচিত হয়েই তিনি (শাহীন চাকলাদার) শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবার শপথ নিয়ে ফিরেও বঙ্গুবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন। প্রসঙ্গত, যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচন হয় ১৪ জুলাই। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পান ১ হাজার ৬৭৮ ভোট। উল্লেখ্য গেজেট প্রকাশের পর গত ২৩ জুলাই ৯০ যশোর -৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শাহীন চাকলাদার। ঐদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁর শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর