মোঃ কামাল হোসেন যশোর থেকে:
এমপি হিসেবে শপথগ্রহণ শেষে যশোর ফিরেছেন কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গতকাল বিকেলে আকাশ পথে যশোরে ফিরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপী, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলার কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা, শহর আওয়ামী লীগনেতা ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি হাসান রনি, সদস্য আশিকুর রহমান হৃদয়সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নির্বাচিত হয়েই তিনি (শাহীন চাকলাদার) শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবার শপথ নিয়ে ফিরেও বঙ্গুবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন। প্রসঙ্গত, যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচন হয় ১৪ জুলাই। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পান ১ হাজার ৬৭৮ ভোট। উল্লেখ্য গেজেট প্রকাশের পর গত ২৩ জুলাই ৯০ যশোর -৬ (কেশবপুর) আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শাহীন চাকলাদার। ঐদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁর শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।