মোঃ ইমরুল হাসান শিকদার:
চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নবাসীকে ঈদুল আযাহার শুভেচ্ছা জানালেন চৌহালী সরকারী কলেজের সাবেক ভিপি, চৌহালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সফল সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ। মঙ্গলবার (২৮ জনু) সাংবাদিকদের মাধ্যমে খাষকাউলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদুল আযাহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।
আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদুল আযাহার উৎসব সকলের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিমরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল আযাহা ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নসহ দেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে পবিত্র ঈদুল আযাহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।”ঈদ মোবারক “