দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ৩ এমপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০- নভেম্বর) শেষ দিন পযন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩ এমপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) প্রার্থী মোস্তফা কামাল বকুল, জাতীয় পার্টির প্রার্থী মোঃ হিলটন প্রামানিক।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ (বৃহস্পতিবার) ছিল প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) নির্বাচনী আসনে আ’লীগ সহ জাসদ, জাতীয় পার্টির মোট ৩ জন এমপি প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ সময় প্রার্থীরা নিজ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ মনোনয়ন পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ উজ্জল হোসেনের কাছে জমা দিয়ে বিজয়ীর হাঁসি হেসে ভি চিহৃ প্রদর্শন করেন। উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।