তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংকের আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা প্যানেলের সিদ্ধান্তক্রমে ১৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় ফাহাদ হোসেন।
ক্যামব্রিজ কলেজের মিলনায়তনে আয়োজিত এক সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কুদ্দুস, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজান মল্লিক এবং প্রধান উপদেষ্টা এম ছাবির আহম্মদ।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জি এম জাকারিয়া খান সায়েম,এ্যাডভোকেট সামছুল আলম,মোঃ দেলোয়ার হোসেন,আ.ফ.ম আবদুস সাত্তার,জাকির হোসেন লিটন,সহ-সভাপতি-মাওলানাসালেহউদ্
ইব্রাহিম রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক -ইমাম মুত্তালিব মোল্লা ,আখতার হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক -মিরাজ হোসেন সৈকত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মীর মোঃ মনির হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক – বোরহান উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক – মোঃআব্দুল কুদ্দুছ, ধর্ম বিষয়ক সম্পাদক – আসিকুল ইসলাম মোবারক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, শ্রাবণ আহমেদ তারেক, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি – জান্নাতুল ফেরদৌস,চিকিৎসা বিষয়ক সম্পাদক – ডাঃ মোঃ আকমল হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক – মোঃ
ওমর ফারুক, প্রচার বিষয়ক সম্পাদক – জীয়াউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক – আলী আহসান মোঃ মুজাহিদ,
সমাজ কল্যান সম্পাদক- এনায়েতুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- বিল্লাল হোসেন জীবন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – মোঃ ইসমাইল হোসেন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
প্রসঙ্গ : ২০১৭ সালের মে মাসে সবুজ বাংলা ব্লাড ব্যাংক নামে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। এই সেচ্চাসেবী সংগঠনটির মাধ্যমে মূলত বিভিন্ন রকম শিক্ষা কার্যক্রম, বৃত্তি প্রদান, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বিভিন্ন জাতীয় দিবস ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সামাজিক উন্নয়নে মানুষকে সচেতন করে র্যালী, বৃক্ষরোপন কর্মসূচি, ফ্রী ব্লাড গ্রুপিং করা হয়।