মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আসন্ন ঈদুল আযহা উপলহ্মে আভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় গরীব দুঃখি মানুষের মাঝে আজ বেলা ২ টা থেকে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়। এ সময় নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস (শান্ত) সহ নওয়াপাড়া পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্হিত ছিলেন। চাউল বিতরন শেষে নওয়া পাড়া পৌর সভার ৬ নং ওয়ার্ড এর চাউল দেওয়ার উদ্ভোদন করে মেয়র। চাউল বিতরন কালে দুঃখি মানুষের খোজ খবর নেন, এবং তাদের সার্বিক ভাল মন্দের খোজ খবর নেন মেয়র।