মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিএমজেড ও নেট্জ এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ( এমকেপি) এর বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারীতে নাগরিক সমাজ সংগঠন পরিবারের মধ্যে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৭ জুলাই) দিনব্যাপী উপজেলার ৬ ইউনিয়নের সংগঠনের ছয়শত পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে আলোয়াখোয়া ইউনিয়নের বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে উপকারভোগীদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রেখে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর প্রদীপ রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম ম্যানেজার রাশেদুল আলম, এরিয়া কো-অর্ডিনেটর মঞ্জুরুল তারিক প্রমুখ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার এসআই মোস্তাফিজুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ অনেকেই।
এরিয়া কো-অর্ডিনেটর মঞ্জুরুল তারিক জানান, করোনা ভাইরাস সংকট মোকাবেলায় এবং আসন্ন ঈদ-উল-আযহা সুন্দর ও শান্তিপুর্ণভাবে উদযাপনের জন্য এমকেপি’র পক্ষ থেকেনাগরিক সমাজ সংগঠন পরিবারের মধ্যে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতি ইউনিয়নে সংগঠনের ১০০ জনের মধ্যে ৫০ জন পুরুষ আর ৫০জন নারী ত্রাণ সহায়তা পাবে। ত্রাণের প্রতি প্যাকেটে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, কেজি লবন, ১লিটার সোয়াবিন তেল, ১কেজি সুজি, কেজি চিনি, ৩টা সাবান, ২টা মাস্ক, একপাতা করে প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওরস্যালাইন,এন্টিহিস্টামিন ও সিভিট ট্যাবলেট রয়েছে।