হাফপ্যান্ট পড়ে ঘুরছিস
ওরে মুসলমানের দল,
নিজের হাতেই কিনে নিলে
জাহান্নামের কল।
হাঁটুর উপর জামা রাখা
ফরজ তরক হয়,
তদের দিলে নাই কিরে ভাই
পরজনমের ভয়।
মুসলমানের বেটি হয়ে
শরীর দেখাস খুব,
বোরকা ছাড়া রাস্তাঘাটে
পতিতালয়ে ডুপ।
নরম দিলে কথা বলা
নারীর শোভা পায়,
জোরসে গলায় কথা বলে
নারী মজা পায়।
ওগো নারী পড়ো শাড়ি
ইজ্জত বাঁচাও মা বোন,
পরজনমে রবের দিদার
পাও যেন সারাক্ষণ।
ওগো যুবক, বৃদ্ধা কিশোর
শুনো একটি ডাক,
বিধির বিধান মেনে চল
মাফ করবেন আল্লাহ্ পাক।