মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

ই-পেপার

পাটকেলঘাটায় বিট পুলিশিং কার্যক্রম শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ

এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা তালা উপজেলার সকল প্রকার অপরাধ যেম,মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগ, ৪ নং কুমিরা ও ৯ নং খলিষখালী ইউনিয়নে ‘বিট পুলিশিং’ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বিট পুলিশিং’ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ুন কবীর।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াহিদ মোর্শেদ পাটকেলঘাটা থানার (ওসি তদন্ত) জেল্লাল হোসেন সহ পাটকেলঘাটা থানার কর্মরত পুলিশ সদস্য গন।

 

এ সময় খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান , ও কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম সহ ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, পর্যায়ক্রমে জেলার জেলার সবক’টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হবে। প্রতিটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকবেন ১জন করে এসআই এবং ১ জন করে এএসআই। বিট পুলিশিং সেবা চালু হওয়াতে ইউনিয়নের মানুষকে পুলিশের সেবা পেতে আর থানা পর্যন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী এবং গ্রাম্য টাউট-দালালদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্য অর্জিত হবে বলে সকলে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর