নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
নাগরপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার ২৬ জুলাই ২০২০, সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে, বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান কোকা, গনমাধ্যম কর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে, এ বাই সাইকেল বিতরণ করা হয়।
এ সময়ে সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজে আরো গতিশীল হবে।ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে সক্ষম হবে।